মোদী পদবী মানহানি মামলায় সুপ্রিম স্বস্তি রাহুলের!!
মোদী পদবী মানহানি মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী। মানহানি মামলায় রাহুল গান্ধীর সাজা শুক্রবার স্থগিত করে দিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত বলেছে যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সাজা স্থগিত থাকবে। গত মাসে গুজরাট হাইকোর্ট রাহুল গান্ধীর আবেদন খারিজ করার পরে কংগ্রেস নেতা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুরাটের একটি আদালত গত ২৩ শে মার্চ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল এবং তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই সাজার কারনেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল।