চার মাস পর সংসদে রাহুল গান্ধী!!
ঠিক সাড়ে চার মাসের মাথায় সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। সোমবার লোকসভায় বাদল অধিবেশন শুরুর কিছু ক্ষণের মধ্যেই লোকসভা স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হল। মোদী পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের কারাদণ্ড পাওয়ায় সাংসদ পদ খারিজ হয়ে যায় রাহুলের। গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে রাহুলের সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। সেই স্থগিতাদেশের ৪৮ ঘণ্টার মধ্যেই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার। জানাগেছে, মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা, সেই কর্মসূচিতে যোগ দেবেন রাহুল। অংশ নেবেন এই সংক্রান্ত আলোচনাতেও।