প্রধান বিচারপতি পদে আজ শপথ নেবেন শুভাশিস তলাপাত্র।
অনলাইন প্রতিনিধি :- আগামীকাল ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন ত্রিপুরার কৃতী সন্তান তথা বিচারপতি শুভাশিস তলাপাত্র।তার এই নিযুক্তিতে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগেই বিচারপতি শ্রীতলাপাত্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামীকাল বিচারপতি শ্রী তলাপাত্রের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে সোমবার ত্রিপুরা হাইকোর্ট বারের দুই সদস্যের প্রতিনিধি দল ওড়িশার উদ্দেশে রওনা হয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোর সম্পাদক আইনজীবী প্রণবাশিস মজুমদার এবং কার্যকরী কমিটির সদস্য আইনজীবী কৌশিক নাথ।বিচারপতি শুভাশিস তলাপাত্র ত্রিপুরার একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে দীর্ঘ সময় সুনামের সাথে কাজ করেছেন।২০১১ সালের ১৫ নভেম্বর তিনি প্রথম তৎকালীন গৌহাটি হাইকোর্ট আগরতলা বেঞ্চে বিচারপতি হিসাবে নিযুক্ত হন।এরপর ২০১৩ সালে ত্রিপুরায় পূর্ণাঙ্গ হাইকোর্ট চালু হওয়ার পর তিনি ত্রিপুরা হাইকোর্টে বরিষ্ঠ বিচারপতি হিসাবে কাজ শুরু করেন। দীর্ঘ নয় বছর তিনি ত্রিপুরা হাইকোর্টে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১০ জুন তিনি ওড়িশা হাইকোর্টে বদলি হন। আগামীকাল তিনি ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন।