এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স, ভারতীয় দলে রাজ্যের ১৮ জন।
অনলাইন প্রতিনিধি :- ফিলিপাইন্সে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করবে রাজ্যের বেশ কয়েকজন মাস্টার্স অ্যাথলেটস। আপাতত ১৮ জনের যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজধানীর হোটেল রাধা ইন্টারন্যাশনালে আজ সন্ধ্যায় হয় এই বৈঠক।উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা।বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সচিব আশীষ পাল জানান, আগামী নভেম্বর মাসের মাঝামাঝিতে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হচ্ছে ফিলিপাইন্সে।ভারতীয় দলে রাজ্যের ২৫ জন নির্বাচিত হলেও ১৮ জন যাবে বলে এখন পর্যন্ত ঠিক আছে। আপাতত ১৮ জনকে পাঠানোর ব্যাপারে আজ সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, আগামী জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যভিত্তিক মাস্টার্স
অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাণীরবাজারে তা করার জন্য চেষ্টা চলছে। তবে সেখানে না হলে বাধারঘাটে হবে রাজ্য আসরটি।এদিকে, আজকের এই বৈঠকের মাঝেই রাজ্য সংস্থার তরফে অমিয় কুমার দাস, নিখিল চন্দ্র সাহা, অপু রায়কে সংবর্ধিত করা হয়। প্রাক্তন প্রশিক্ষক স্বপন সাহাকেও সংবর্ধিত করা হয় এদিন। এদিনের বৈঠকে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি চঞ্চল মজুমদার, লক্ষ্মণ দে ও ওয়ার্কিং প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য।