আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন।
অনলাইন প্রতিনিধিঃ- আন্তর্জাতিক আদিবাসী দিবসে সারা দেশব্যাপী কংগ্রেস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার দিল্লিতে আদিবাসী গৌরব পর্বের সূচনা করে কংগ্রেস দল। দেশের প্রতিটি রাজ্যে আলাদা আলাদা কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে দল । সেই নির্দেশ অনুযায়ী তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে আদিবাসী মহাসভার আয়োজন করে প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস অবজারভার জারিতা লাইফলাং সহ অন্যান্য উপজাতি নেতৃত্ব। আজকের এই অনুষ্ঠানে রাজ্যে বসবাসকারী সকল জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।