চাঁদের আরও কাছে পৌঁছাল চন্দ্ৰযান-৩।

 চাঁদের আরও কাছে পৌঁছাল চন্দ্ৰযান-৩।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- চাঁদের আরও কাছে পৌঁছে গেলো চন্দ্রযান-৩। সফলভাবে আরেকটি ধাপ পার করলো মহাকাশযানটি। আর মাত্র দুই সপ্তাহ বাকি। তারপরেই চাঁদের মাটিতে পা রাখার কথা চন্দ্রযান-৩-এর। সবকিছু ঠিকঠাক থাকলে এই মিশন ভারতের জন্য অনন্য গৌরব বহন করে আনবে। এই পরিস্থিতিতে প্রতিটি ধাপ এই অভিযানের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। চাঁদকে প্রদক্ষিণ করতে করতে উপগ্রহটির কাছে চলে আসবে চন্দ্রযান-৩। চাঁদে অবতরণের আগে বেশ কয়েকবার সেটিকে পাক খাবে মহাকাশযানযি।যেভাবে ধাপে ধাপে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে দূরত্ব বাড়াচ্ছিল চন্দ্রযান-৩, ঠিক সেইভাবেই চাঁদের মহাকাশযানটি। ম্যানুভারিং প্রক্রিয়ার মাধ্যমে চাঁদের কক্ষপথে নিচের দিকে নামতে থাকবে মহাকাশযানটি।সেই লোয়ারিং ম্যানুভারিং -এর প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল গত পাঁচ আগষ্ট।আজ দ্বিতীয় ধাপে চাঁদের আরও কাছে চলে গেলো চন্দ্রযান-৩।আজ সফলভাবে দ্বিতীয় ম্যানুভারিং সম্পন্ন হয়। এখন মহাকাশযানটি চাঁদের থেকে সর্বনিম্ন ১৭৪ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৪৩৭ কিলোমিটার দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে রয়েছে। আগামী চৌদ্দ আগষ্ট তৃতীয় প্রচেষ্টায় ভারতীয় সময় বেলা এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আরও একধাপ নিচে নামবে ওই মহাকাশযান। গত ১ আগষ্ট চাঁদের বলয়ে প্রবেশ করেছিল চন্দ্রযান-৩।এরপর পাঁচ আগষ্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে এটি। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পরপরই মহাকাশযানটির গতিবেগ ধীরে ধীরে কমানো শুরু হয়েছে। মহাকাশযানটি যখন চাঁদ থেকে একশ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে তখন বন্ধ হবে প্রোপালশন মডিউলের ইঞ্জিন। সেটি থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার এবং রোভার বিশিষ্ট ল্যান্ডিং মডিউলটি। চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার এবং রোভার।৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা রয়েছে মহাকাশযানটির এই দুটি অংশের। এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে তিনশ কিলোমিটার দূরে অবস্থিত। ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের মাটিতে নামবে রোভার প্রজ্ঞান।চাঁদের মাটি থেকে ত্রিশ কিলোমিটার উচ্চতা থেকে উড়ন্ত পালকের মতো করে নিচের দিকে নামবে বিক্রম। এর জন্য লাগবে প্রায় কুড়ি মিনিট। বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার পর খুলে যাবে দরজা। সেই দরজা দিয়ে বেরিয়ে আসবে প্রজ্ঞান।এখন পর্যন্ত যে তিনটি দেশ চাঁদের মাটিতে পা রেখেছে, তাদের কোনওটাই চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান করতে পারেনি।
চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা। ভারত যদি এই কাজটি সফলভাবে করতে পারে তাহলে ভারতই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠালো। চাঁদের মাটিতে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করার কথা রয়েছে রোভারটির। এখন সেই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.