১৫ আগষ্ট রাজধানীতে যান চলাচলে বিধিনিষেধ।
অনলাইন প্রতিনিধি :- স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৫ আগষ্ট সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগরতলা শহরের কিছু এলাকায় যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া কিছু এলাকা নো-পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,১৫ আগষ্ট সবধরনের ব্যক্তিগত গাড়ি/বাণিজ্যিক গাড়ি/দ্বিচক্রযান/ই-রিকশা/রিকশা এবং ঠেলাগাড়ি গোর্খাবস্তি থেকে দক্ষিণ দিকে, বুদ্ধমন্দির থেকে উত্তর দিকে এবং মালঞ্চ নিবাস থেকে সার্কিট হাউসের দিকে চলাচল করতে পারবে না। তবে স্কুলের শিশুদের গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না। উল্লিখিত সময়ে কোনও রোগীকে জিবি হাসপাতালে যেতে হলে অভয়নগর বাজার-কুমারীটিলা হয়ে জিবি হাসপাতালে যেতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পুরানো রাজভবনের প্রধান গেট থেকে বুদ্ধমন্দির পর্যন্ত রাস্তার দুদিক, বুদ্ধমন্দির থেকে পুরানো ১নং এমএলএ হোস্টেল- ক্যান্টনমেন্ট রোডের দুদিক, বুদ্ধমন্দির থেকে অভয়নগর পোস্ট অফিস পর্যন্ত জায়গা উল্লিখিত সময়ের জন্য নো পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বিমানযাত্রীদের অনুরোধ করা হয়েছে তারা যেন বিমানবন্দরে যাওয়ার সময় দুর্গা চৌমুহনী থেকে বড়জলা রাস্তা (পঞ্চবটী কালীমন্দির হয়ে) ব্যবহার করেন।