উপনির্বাচন নিয়ে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক।

 উপনির্বাচন নিয়ে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে শনিবার বিজেপি রাজ্য কার্যালয়ে বৈঠক করলো পদ্মশিবির। বৈঠকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে উপনির্বাচনের লক্ষ্যে শাসক দলীয় পরিকল্পনা স্থির করা হয়। ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের শাসক
দলীয় প্রার্থী নিয়েও এদিন প্রাথমিক শলা পরামর্শ হয়েছে। উপনির্বাচনের লক্ষ্যে দুই বিধানসভা কেন্দ্রে যাদের দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও এদিন বিস্তৃত পরিসরে আলোচনা হয়। যতদূর জানা গেছে, উপভোটে শাসক দলীয় সব মন্ত্রী বিধায়কদের মাঠে নামানো হবে। দুই বিধানসভা কেন্দ্রে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। জেলা সভাপতিদেরও গুরু দায়িত্ব অর্পণ করা হবে। দুইটি বিধানসভা কেন্দ্র বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে শাসক শিবির সর্বশক্তি নিয়োজিত করতে চলেছে। এদিনের বৈঠকে মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, বিকাশ দেববর্মা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যরা ছিলেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.