চাঁদের একদম কাছে গিয়ে ছবি পাঠালো ল্যান্ডার বিক্রম।

 চাঁদের একদম কাছে গিয়ে ছবি পাঠালো ল্যান্ডার বিক্রম।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- চন্দ্রযান-৩ -এর ল্যান্ডার মডিউলে লাগানো ক্যামেরার সাহায্যে তোলা একঝাঁক ছবি শুক্রবারে প্রকাশ করল ইসরো। প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার মডিউলটি পৃথক হওয়ার পর এই ছবিগুলো তোলা হয়। এই ছবিগুলোতে চাঁদের বুকে বড় বড় গর্ত দেখা গেছে এবং ফেব্রি, জিওরডানো ব্রুনো এবং হারখেবি জে নামে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার মডিউল পৃথক হওয়ার পরপরই ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরার সাহায্যে তোলা ছবিগুলো ১৫ আগষ্ট এক্স-এ (পূর্বে টুইটার), শেয়ার করে ইসরো। পরবর্তী সময় ল্যান্ডার ইমেজার ক্যামেরার সাহায্যে তোলা বেশ কয়েকটি ছবি ১৭ আগষ্ট শেয়ার করা হয়। এদিকে, ইসরো আজ জানিয়েছে প্রপালশন মডিউল থেকে আলাদা হওয়ার পর ল্যান্ডার মডিউলটি বহাল তবিয়তেই রয়েছে। ইতিমধ্যেই মডিউলটিকে একটি সফল ডিবুস্টিং কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এর অর্থ হলো চাঁদের যতো কাছে পৌঁছাবে ততো এর গতি হ্রাস পেতে থাকবে। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান-এর সমন্বয়ে গঠিত ল্যান্ডার মডিউলটি ২০ আগষ্ট ফের ডিবুস্টিং অপারেশনের অধীনে আসবে। ফলে মডিউলটি চাঁদের কক্ষপথে এমন একটি জায়গায় পৌঁছাবে যেখান থেকে চাঁদের মাটি হবে একদম কাছে। চাঁদের দক্ষিণ মেরুতে ২৩ আগষ্ট পাখির পালকের মতো মোলায়েম গতিতে মাটি স্পর্শ করার কথা রয়েছে ল্যান্ডার বিক্রমের। ইসরো জানিয়েছে, ল্যান্ডার মডিউলটির স্বাস্থ্য এখন ভালো আছে। শুক্রবারে ডিবুস্টিং অপারেশনের মাধ্যমে চাঁদের চারপাশে ল্যান্ডারটির কক্ষপথ হ্রাস পেয়ে ১১৩ কিলোমিটার x ১৫৭ কিলোমিটারে দাঁড়িয়েছে। দ্বিতীয় ডিবুস্টিং অপারেশনের মাধ্যমে এই কক্ষপথ আরও হ্রাস পাবে। ইসরো আগেই জানিয়েছিল ডি বুস্টিংয়ের মাধ্যমে এমন একটি জায়গায় ল্যান্ডারটিকে পৌঁছে দেওয়া হবে যেখান থেকে পেরিলিউন অর্থাৎ চাঁদ থেকে কক্ষপথের নিকটতম দূরত্ব হবে ৩০ কিলোমিটার এবং এপোলিউন অর্থাৎ চাঁদ থেকে কক্ষপথের সর্বোচ্চ দূরত্ব হবে ১০০ কিলোমিটার। সেখান থেকেই পালকের মতো ভেসে চাঁদের মাটিতে নামার কাজ শুরু করবে ল্যান্ডারটি। ৩০ কিলোমিটার উচ্চতায় ল্যান্ডারটি পাওয়ারড ব্রেকিং পর্যায়ে প্রবেশ করবে এবং নিজস্ব থ্রাস্টার্স ব্যবহার করে চাঁদের বুকে নেমে আসবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.