২৪-এ বিজেপি ক্ষমতায় এলে দেশ রক্ষা পাবে না : মানিক।
অনলাইন প্রতিনিধি :- ডবল ইঞ্জিনের সরকার দেশকে সবদিক দিয়ে কতটা গতিহীন করেছে তা বর্তমানে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেশের পরিস্থিতি ভালো নয়। বিজেপির দশ বছরের শাসনে জনবিরোধী প্রক্রিয়া চূড়ান্ত রূপ নিয়েছে।যা মার্কিন সাম্রাজ্যবাদকে হার মানিয়ে দিচ্ছে। তাই ২০২৪ নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারতবর্ষকে ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না। শনিবার বামুটিয়ার বেড়িমুড়া নতুন মণ্ডপে সিপিএমের মোহনপুর মহকুমা কমিটি আয়োজিত সুধাময় (পানু) মজুমদার স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার তিনি প্রয়াত সুধাময় মজুমদারের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে পরিবারের পক্ষে প্রয়াত সুধাময় মজুমদারের নাতনি পৌলমী মজুমদার দাদুর সম্পর্কে কথা বর্ণনা করেন। স্মরণসভায় প্রয়াত সিপিএম নেতা তথা চা শ্রমিক নেতা হিসাবে রাজ্যের বিশেষ পরিচিত পানু মজুমদারের কর্মজীবনের বিশেষ দিকগুলি তিনি বর্ণনায় তুলে ধরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই স্মরণসভায় লক্ষণীয়ভাবে উপস্থিত লোকদের সামনে পানু মজুমদারের রাজ্যের চা শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকার কথাগুলি তুলে ধরেন।তিনি কীভাবে শ্রমিকদের স্বার্থরক্ষার পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছেন বামুটিয়া ও মোহনপুরের মাটিতে তার অনুভব তুলে ধরেন। প্রয়াত নেতার বামপন্থী আন্দোলনের বর্ণনায় বর্তমান কর্মী সমর্থকদের মানুষের পাশে থেকে রাজ্যের জনস্বার্থ বিরোধী প্রতিক্রিয়াশীল সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর করতে আহ্বান জানান।এ দিন রাজ্য সরকারের সমালোচনায় পলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেন, রাজ্য পূর্ণরূপে একটা অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখেছে রাজ্য সরকার। কৃষক ফসলের সঠিক দাম পাচ্ছে না, কাজের সময় বাড়িয়ে দিচ্ছে, কৃষিতে উন্নয়নের বিষয়ে রাজ্য সরকারের উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না, বেকার সমস্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, যুবকদের মধ্যে চূড়ান্ত হতাশা এবং অনিশ্চিত ভবিষ্যতের চিত্র ফুটে উঠেছে। তপশিলি জাতি সংখ্যালঘু থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর উপর পরিকল্পিতভাবে শোষণ চালিয়ে যাচ্ছে রাজ্যের বিজেপি সরকার।শুধু রাজ্যই নয়, দেশের বিজেপি সরকারকে ২৪- এ ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী জনস্বার্থ ও গণতন্ত্র রক্ষাকারী রাজনৈতিক দলগুলি একত্রিত হচ্ছে। একটাই আওয়াজ বিজেপিকে
ক্ষমতাচ্যুত করে দেশের গণতন্ত্রকে রক্ষা করা। তাই আগামী লোকসভার নির্বাচনের ইঙ্গিত দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কিছুদিন আগে যে বিধানসভা নির্বাচন হয়েছে তার মধ্যে একষট্টি শতাংশ মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তিনি বলেন, উপজাতিদের মধ্যে সদ্য গড়ে ওঠা একটি সংগঠন বিশ্বাসঘাতকতা করে বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে। কিন্তু যারা নেতৃত্বদের কথায় চোখ কান বন্ধ করে সাহায্য করেছিল আজ তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের ভুলের মাশুল কী পাচ্ছে। বিধানসভার এই অভিজ্ঞতা থেকেই মানুষের মধ্যে গণ আন্দোলন আরও তীব্র হচ্ছে এবং সর্বভারতীয় স্তরের লড়াই করতেও প্রস্তুত হচ্ছে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই সমস্ত বেড়াজাল ভেঙে প্রতিবাদের প্রতিধ্বনি দিয়ে ঝাণ্ডা হাতে নিয়ে জনস্বার্থ বিরোধী এবং একশ্রেণীর গোত্রীয় সরকারের বিরুদ্ধে কর্মী সমর্থক থেকে শুরু করে সকলকে আগামীদিনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন। প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিকদের আন্দোলনে একত্রিত করার আহ্বান রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর, সিপিআই(এম) কেন্দ্ৰীয় কমিটির সদস্য রমাদাস, সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এবং নারীনেত্রী রমণী দেববর্মা সহ অন্যরা।