শারীরিক ও মানসিকভাবে শৃঙ্খলাপরায়ণ করে খেলাধুলা।

 শারীরিক ও মানসিকভাবে শৃঙ্খলাপরায়ণ করে খেলাধুলা।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রবিবার রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচ শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। টিএফএর সভাপতি প্রণব সরকার, স্পন্সরার মেডিকেডস রেডক্লিফ ল্যাবের কর্ণধার কিশলয় ঘোষ, টিএফএর সচিব অমিত চৌধুরী সহ প্রমুখ। চ্যাম্পিয়ন টিম এগিয়ে চলো সংঘ এবং রানার্স টিম রামকৃষ্ণ ক্লাবের হাতে যথাক্রমে ৪০ হাজার ও ৩০ হাজার টাকা প্রাইজমানিও ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী। বেস্ট প্লেয়ার এগিয়ে চলো সংঘের গোলরক্ষক বুদ্ধ দেববর্মার হাতে ট্রফি তুলে দেন বিজলি ভৌমিক।

May be an image of 9 people, people playing American football, people playing football and grass


নিউজ প্রাইম ত্রিপুরা বেস্ট ফুটবলারের পুরস্কার ট্রফি স্পন্সর করেছে। মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিল্ডের ফাইনাল জমজমাটপূর্ণ খেলা হয়েছে। দুটো টিমই ভালো খেলা উপহার দিয়েছে। দুটো টিমকেই অভিনন্দন জানাচ্ছি। ফুটবল হলো সব খেলার রাজা। খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক শৃঙ্খলা আসে। আজ মাঠে উত্তেজনা হয়েছে। তবে খেলাশেষে প্লেয়াররা সবাই একসাথে হয়েছে ও আনন্দ করেছে। এটাই ভালো বিষয়। ফুটবলের এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামীদিনে আরও বেশি করে খেলাধুলার আয়োজন করবে। কোভিডের পর আজ অনেকদিন পর মাঠে অনেক দর্শক এসেছে। আগামী দিনেও দর্শকরা মাঠে আসবেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করবেন সেই প্রত্যাশা করছি। এদিকে, রাখাল শিল্ডে ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আরক্ষা দপ্তর, রেফারি, স্পন্সরার, মিডিয়া এবং মাঠে আসা দর্শক প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন টিএফএর রাখাল শিল্ড নক আউট ফুটবল কমিটির সচিব কৃষ্ণপদ সরকার।

May be an image of american football, football and crowd
Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.