সংবিধান বদলে দিতে চাইছে কেন্দ্র।
অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশে আগামী বিধানসভা ভোটে জয়ী হয়ে কংগ্রেস সরকারের উদ্যোগে কাস্ট সেন্সাস করা হবে। এই দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সাথে শ্রীখাড়গে জানান, কংগ্রেস সরকার রাজ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে, যে বিশ্ববিদ্যালয়ের নাম হবে সম্ভ রবিদাসের নামে। মধ্যপ্রদেশের সাগর জেলায় এক র্যালিতে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার বলেন, কেন্দ্রে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা দেশের সংবিধানকে বদলে ফেলতে চাইছে। উল্লেখ্য, চলতি বছরের শেষভাগে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হতে যাচ্ছে। বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে এবার কংগ্রেস।এ দিন কংগ্রেস সভাপতি শ্রীখাড়গে বলেন, কিছু মানুষ দেশের সংবিধানকে পরিবর্তন করতে চাইছে। কিন্তু এটা সম্ভব হবে না। কারণ দেশের ১৪০ কোটি মানুষ একে রক্ষা করতে চায়।তিনি বলেন, শুধু নির্বাচনের সময় সন্ত রবিদাসের নাম শুধু মুখে আনে বিজেপি। নির্বাচন গেলেই ভুলে যায়।অথচ এসসি সম্প্রদায়ের একজন প্রতিনিধি ছিলেন তিনি।সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাগর জেলায় সন্ত রবিদাসের নামে একটি স্মৃতিসৌধ এবং মন্দির নির্মাণের জন্য ১০০ কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।শ্রীখাড়গে বলেন, মোদিজি গত নয় বছর ধরে কেন্দ্রে আর এ রাজ্যে গত ১৮ বছর ধরে শিবরাজ সিং চৌহান ক্ষমতায়। কিন্তু নির্বাচনের সময়ই এদের সম্ভ রবিদাসের নাম মনে পড়ে।
এ দিন সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে শ্রীখাড়গে বলেন, সন্ত রবিদাসের একটি মন্দির দিল্লীতে গুঁড়িয়ে দিয়েছে বিজেপি। কংগ্রেস সভাপতি ঘোষণা দেন, কংগ্রেস আগামী নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে সাগর জেলায় একটি সম্ভ রবিদাস বিশ্ববিদ্যালয় গড়বে। একই সাথে তিনি ঘোষণা দেন, রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হলে কাস্ট সেন্সাস করবে কংগ্রেস। এ দিন মণিপুর ক্রাইসিস নিয়ে কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ওই রাজ্যে হিংসা নিয়ন্ত্রণে কোনও ভূমিকাই নেননি। গত কয়েক মাস ধরে মণিপুরে হিংসা চললেও তিনি ছিলেন নির্বাক। অথচ যেদিন সংসদ বসবে বেলা ১১টায় সেদিনই বেলা ১০.৩০ মিনিটে তিনি মণিপুর নিয়ে কথা বললেন ৩০ সেকেন্ড এবং তাও সংসদের বাইরে।এ দিন তিনি বলেন, কংগ্রেস মধ্যপ্রদেশের জন্য অনেক কিছু করেছে। ভিলাই স্টিল প্ল্যান্ট থেকে ইন্দোরে আইআইটি, ভোপালে এইমস, চম্বলে গতি প্রজেক্ট ইত্যাদি। অথচ এ নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।