এই উপনির্বাচন ২৪-এর ট্রায়াল : বিপ্লব, দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করে মোদিকে শক্তিশালী করুন।

 এই উপনির্বাচন ২৪-এর ট্রায়াল : বিপ্লব, দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করে মোদিকে শক্তিশালী করুন।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবার দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।এ দিন তিনি ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে নিদয়াতে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।সভায় এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়িকা স্বপ্না মজুমদার, প্রাক্তন মন্ত্রী বিল্লাল সহ আরও অনেকে।এ দিন জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীদেব কংগ্রেস ও সিপিএমকে তুলোধোনো করেন।বলেন, নিজেদের সীমাহীন আর্থিক দুর্নীতি,অপরাধ থেকে বাঁচতে নাম বদল করে একজোট হয়েছে।এরা সব দাগী।নাম বদল করলেও এরা কেউ রেহাই পাবে না।শ্রীদেব বলেন, রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়।এই নির্বাচন শুধুমাত্র দুজন বিজেপি প্রার্থীকে জয়ী করার নির্বাচন নয়।এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়ী করার নির্বাচন।এই নির্বাচন ২০২৪ সালে মোদিকে জয়ী করার নির্বাচন।এই নির্বাচন মোদিকে শক্তিশালী করার নির্বাচন। মোদি শক্তিশালী হলে ভারত শক্তিশালী হবে।তাই উপনির্বাচনে দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জিতিয়ে প্রধানমন্ত্রী মোদিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।ধনপুরে কেন উপনির্বাচন হচ্ছে, তারও ব্যাখ্যা দেন শ্রীদেব। তিনি বলেন, ২০২৩ সালে ধনপুরের মানুষ ইতিহাস রচনা করেছে, তাদের ঘরের মেয়ে প্রতিমা ভৌমিককে বিপুল ভোটে জয়ী করে।কিন্তু প্রধানমন্ত্রী মোদির চিন্তাভাবনা ছিল অন্য জায়গায়।গোটা উত্তর-পূর্বের মধ্যে প্রতিমা ভৌমিক একমাত্র মহিলা কেন্দ্ৰীয় প্রতিমন্ত্রী ছিলেন। উত্তর-পূর্বের মহিলাদের প্রতি সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদি আপনাদের ঘরের মেয়েকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরাতে চাননি। তাই বিধানসভায় জয়ী হয়েও প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে বিধায়িকার পদ ছাড়তে হয়েছে।এটা উত্তর-পূর্বের প্রতি, উত্তর-পূর্বের মহিলাদের প্রতি প্রধানমন্ত্রী মোদির সম্মান প্রদর্শন।এ দিন জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রীদেব তিপ্ৰা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকেও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। শ্রীদেব বলেন, এই রাজ্যে জনজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নে যদি কেউ ভেবে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি। জনজাতিদের বিকাশ ও উন্নয়নের কথা যদি কেউ ভেবে থাকেন, তারা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এই রাজ্যের জনজাতিদের, এই রাজ্যের রাজাদের যদি কোনও দল সম্মান, মর্যাদা দিয়ে থাকে সেটা দিয়েছে ভারতীয় জনতা পার্টি।এই রাজ্যের জনজাতিদের এবং রাজাদের যদি কেউ সম্মান ও মর্যাদা দিয়ে থাকেন,তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই প্রদ্যোত কিশোর দেববর্মণকেও ভাবতে হবে। শ্রীদেব আরও বলেন, প্রদ্যোত কিশোর দেববর্মণ একসময় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন।প্রদেশ সভাপতি থেকে তিনি নিজের দল থেকে কতটা সম্মান, মর্যাদা পেয়েছিলেন? কংগ্রেস-সিপিএম এই রাজ্যের জনজাতিদের কতটা সম্মান-মর্যাদা দিয়েছে? আজ প্রদ্যোতবাবু অন্য দলে থেকেও যখন খুশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারছেন। এই রাজ্যের সিপিএম-কংগ্রেস তাদের দাবি পূরণ করতে পারবে না। দাবি পূরণ করতে পারবে বিজেপি। প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাবি পূরণ করতে পারবে। তাই প্রদ্যোতবাবুদেরও ভাবতে হবে। একই সাথে সিপিএমকে নিশানা করে শ্রীদেব বলেন, উপনির্বাচনে দুই কেন্দ্রে তিপ্ৰা মথা প্রার্থী দেয়নি বলে যারা আত্মতৃপ্তি লাভ করছেন, তারা আগামী ৮ সেপ্টেম্বর সব হিসাব পেয়ে যাবেন। রাজ্যের জনজাতিদের এখন আর বিভ্রান্ত করার সুযোগ নেই। তারা ভালো করেই জানেন, কোন্ দল তাদের প্রকৃত বন্ধু। কোন্ দল, কারা তাদের উন্নয়নের জন্য কাজ করছে? আগামী দিনেও কাজ করবে। শ্রীদেব বলেন, বিজেপি একমাত্র দল, যে বিভেদের রাজনীতি করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির য়া নজির সৃষ্টি করে গোটা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। তাই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষাই নয়,এই নির্বাচন ২০২৪-এর ট্রায়াল। এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ঘিরে ধনপুরে মানুষের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। শুধু তাই নয়, জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। দলীয় নেতা, কর্মীদের স্বত:স্ফূর্ততা ছিলো চোখে পড়ার মতো। এ দিন জনসভায় এছাড়াও ভাষণ রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, বিজেপি রাজ্যসভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ প্রমুখ।

May be an image of 3 people, temple, crowd and text that says "BJP BJP BJP BJP BJP BJP BJP"
Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.