দেশের প্রথম মহিলা রেলবোর্ড চেয়ারম্যান জয়া।
অনলাইন প্রতিনিধি :- ভারতীয় রেলবোর্ডের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন জয়া ভার্মা সিন্হা। তিনি ১ সেপ্টেম্বর থেকে নিজের কার্যভার গ্রহণ করবেন। দেশে প্রথমবারের মতো কোনও মহিলা রেলবোর্ডের শীর্ষ পদাধিকারী হিসেবে নিযুক্ত হয়েছেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশের রেলবোর্ডের একশো পাঁচ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা রেলবোর্ডের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী আধিকারিক হিসেবে ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তার মেয়াদকাল থাকবে ২০২৪সালের ৩১ আগষ্ট পর্যন্ত। মোট কথায় কেন্দ্রীয় সরকারের নিয়োগ বিষয়ক ক্যাবিনেট কমিটি জয়া ভার্মা সিন্হাকে উল্লেখিত পদে এক বছরের জন্য নিযুক্ত করেছে।