উৎসবের মেজাজে ভোট রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে
অনলাইন প্রতিনিধি :- বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রতিটি বুথে নিদির্ষ্ট সময় সকাল সাতটায় শুরু হয়। কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের ৩০মিনিট পরে ভোট শুরু হয়।
সকাল সাড়ে সাতটায় বক্সনগর বিধানসভা কেন্দ্রের ১৪ নং বুথে বিজেপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন গণদেবতাদের লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন। বিজেপির প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, মানুষ উৎসবের মেজাজে ভোট প্রয়োগ করতে চলেছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে বক্সনগর বিধানসভা কেন্দ্রে। তিনি বলেন, সিপিএম মিথ্যা দিয়ে রাজনীতি করে। বিজেপির প্রার্থী তোফাজ্জল হোসেন এবং বিজেপি দলকে বদনাম করার জন্য কুৎসা অপপ্রচার রটিয়ে শান্তিপূর্ণ ভোট বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিপিএমের কুচক্রীরা। তিনি আরো বলেন, বক্সনগর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মানুষ বিজেপির পক্ষে রায় দেবেন।