জিবিতে অচলাবস্হা!!
না, এটি কনো জনসভা বা রাজনৈতিক হলসভার ভিড় নয়। এই ভিড় রাজ্যের প্রধান হাসপাতাল জিবি’ র আউটডোরে রোগী ও রোগীর পরিজনদের ভিড়। ভোর বেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আউটডোর টিকিট কাটার জন্য। টিকিট কাটার পর ডাক্তার দেখাবেন। কিন্তু এই টিকিট কাটতেই চুড়ান্ত নাজেহাল হচ্ছে রোগী ও রোগীর পরিজনেরা। একে তো প্রয়োজনের তুলনায় টিকিট কাটার কাউন্টার কম। এর মধ্যে প্রায়ই বিকল হয়ে পড়ছে কম্পিউটার। রবিবারও দেখা গেল একই যন্ত্রণার ছবি। বহুবার সংবাদমাধ্যমে এই সমস্যা নিয়ে খবর করার পরেও জিবি হাসপাতালের টিকিট কাউন্টারের সংখ্যা বৃদ্ধি করেনি কর্তৃপক্ষ। বাড়ানো হয়নি লোকবল। ফলে প্রায়ই সমস্যা সৃষ্টি হচ্ছে। সোমবারও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটি টিকিট কাউন্টার। প্রচুর লোক দূর-দূরান্ত থেকে রোগী নিয়ে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে পাচ্ছে না টিকিট। দেখা দেয় উত্তেজনা।