মাত্র ১১ টাকায় চিনে বিক্রি হচ্ছে ‘আইনস্টাইনের ব্রেইন’।

 মাত্র ১১ টাকায় চিনে বিক্রি হচ্ছে ‘আইনস্টাইনের ব্রেইন’।
এই খবর শেয়ার করুন (Share this news)

চিনা পণ্যে নতুন চমক। এবার অনলাইনে ‘আইনস্টাইনের ব্রেইন’ বিক্রি করছে চিনের একটি ই-কমার্স সংস্থা। দাম শুনলে আরও ভিড়মি খেতে হয়! দাম মাত্র ০.১ চিনা ইউয়ান থেকে ১ ইউয়ান। যার অর্থ ভারতীয় মুদ্রায় ১ টাকা থেকে ১১ টাকা। না, কোনও কৃত্রিম ‘ব্রেইন’ চিনা সংস্থাটি বিক্রি করছে না। ‘আইনস্টাইন’স ব্রেইন’ নামে একটি পণ্য বাজারে ছেড়ে বিক্রেতা সংস্থাটি দাবি করেছে, এটি ব্যবহার করলে নাকি অ্যালবার্ট আইনস্টাইনের মতোই উন্নত হয়ে ‘খোলতাই’ হয়ে যাবে ব্যবহারকারীর মস্তিষ্ক। মোদ্দাকথায়, এটি ব্যবহার করলে নাকি মস্তিষ্কের ক্ষমতা আরও উন্নত হবে।বিশ্ববরেণ্য জার্মান পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের বুদ্ধি এবং মেধা বিংশ শতাব্দীর এক চরম বিস্ময়। মেধার পরিমণ্ডলে তার মস্তিষ্ক আজও আগ্রহের অন্যতম বিষয়। তাই বুদ্ধি এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য তৈরি ‘প্রোডাক্ট’-এর নাম হিসেবেও তাকেই বেছে নিয়েছে সংস্থাটি। তাওবাও নামে অনলাইন শপিং পোর্টাল থেকে বিক্রি করা হচ্ছে পণ্যটি। তারা দাবি করেছে, ইতিমধ্যে কুড়ি হাজার ইউনিট বিক্রি হয়ে গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রে এই সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে। পণ্যটির বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘আমাদের এই পণ্য ভার্চুয়াল।আপনি এটির জন্য অর্থ প্রদান করার পরে, আপনাকে যা করতে হবে তা হল স্মার্ট হওয়ার জন্য অপেক্ষা। সাধারণত এক রাতের ঘুমের পরে আপনি দেখতে পাবেন যে আইনস্টাইনের মস্তিষ্ক ইতিমধ্যে আপনার মাথায় বেড়ে উঠতে শুরু করেছে।’ তাওবাও চিনের মুল ভূখণ্ডের শীর্ষস্থানীয় শপিং ওয়েবসাইট। জ্যাক মা-র মালিকানাধীন আলিবাবা গ্রুপের অধীনস্থ। সাউথ চায়না মর্নিং পোস্টেরও মালিক এই তাওবাও।গৃহস্থের বাসা হোক বা অফিসের অন্দরসজ্জা, চিনা পণ্যের উপস্থিতি ছাড়া আজ কার্যত অচল।স্মার্টফোন থেকে যাবতীয় বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী সস্তায় উদ্ভাবন করতে বাজার দখল করতে চিনা পণ্যের জুড়ি নেই। ভারত সহ পৃথিবীর বিরাট অংশে নিত্যব্যবহার্যের তালিকায় রমরমিয়ে বিক্রি হয় চিনা পণ্য। ইন্টারনেটে ইতিমধ্যেই ঝড় তুলেছে আইনস্টাইনের ব্রেইন ব্যবহারকারীদের অনেকেই দাবি করেছেন, সত্যিই এই জিনিসটি ব্যবহার করার পর থেকে তারা বুদ্ধির বিকাশ অনুভব করতে পারছেন। একজন ব্যবহারকারী রিভিউতে লিখেছেন, ‘এটা খুবই কার্যকর। এটা ব্যবহার করার পর আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমার ক্ষমতার তাৎপর্যপূর্ণ তফাত লক্ষ্য করেছি। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি।’

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.