মহারাষ্ট্রে আমন্ত্রণী ক্রিকেট, রওনা রাজ্য মহিলা দল।
অনলাইন প্রতিনিধি :-মহারাষ্ট্রে মহিলাদের চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এবং একইসঙ্গে জাতীয় ক্রিকেটের প্রস্তুতির লক্ষ্যে আজ শহর ছাড়ল রাজ্য সিনিয়র ও অনূর্ধ্ব ২৩ মহিলা ক্রিকেট দল। মহারাষ্ট্র- ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেটাররা একটি চার দলীয় আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে খেলবে। যেখানে ত্রিপুরা দল খেলবে কেরালা, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর সিনিয়র মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। প্রতিটি দলে একে অন্যের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। সেই হিসাবে রাজ্যদল ছয়টি ম্যাচ খেলবে। ফাইনালে উঠলে আরও একটা ম্যাচ পাবে অন্নপূর্ণা, প্রিয়াঙ্কা, মৌচৈতি, মৌটুসী, মামন রবি দাসরা। এদিকে, সিনিয়র মহিলা ক্রিকেটাররা যখন আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট খেলতে ব্যস্ত থাকবে তখন অনূর্ধ্ব ২৩ মহিলা ক্রিকেটাররা ব্যাটবলের প্র্যাকটিসে ব্যস্ত থাকবে।