ভয়ানক কান্ড!! বড় ধরনের ঘটনা থেকে অল্পতে রক্ষা পেল প্রচুর শিশু!!
আগরতলা বনমালীপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন ইউরো কিডস নামক একটি কচি কাঁচা শিশুদের স্কুলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়ঙ্কর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অল্পতে রক্ষা পায় শিশুরা। সিড়ির মুখে ঘটে অগ্নিকাণ্ড। ফলে সকলেই আতংকিত হয়ে পড়ে। কেননা, চারতলা স্কুলে প্রতিটি তলাতেই ছিলো শিশুরা। আগুন লাগে গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির মুখে। তবে নিরাপদে শিশুদের উদ্ধার করা হয়।