এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!
দু’টুকরো হয়ে গেলো ত্রিপ্রামথা!!

অবশেষে ভেঙে গেলো প্রদ্যোত কিশোর দেববর্মণের তিপ্রামথা দল। তিপ্রামথা থেকে আলাদা হয়ে গেলেন শ্রীদাম, দীনেশ দেববর্মা সহ আরও অনেকে। সোমবার শ্রীদাম দেববর্মার নেতৃত্বে পুনরায় “তিপ্রাল্যান্ড স্টেট পার্টিকে” উজ্জীবিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হলো। এদিন আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন তিপ্রাল্যান্ড স্টেট পার্টির কনভেনার শ্রীদাম দেববর্মা এবং পার্টির অন্যতম সদস্য দীনেশ দেববর্মা। কেন তারা ত্রিপ্রামথা থেকে আলাদা হয়েছেন? তার কারনও তুলে ধরেন তারা।