সমুদ্রে ভাঙা সোনালি ডিমের সন্ধান ঘুম কেড়েছে বিজ্ঞানীদের।
অনলাইন প্রতিনিধি :-পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যেগুলি সম্পর্কে শুধু সাধারণ মানুষই নন বরং বিজ্ঞানীরাও পুরোপুরি অবগত নন। বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতির উপর ভর করে প্রায়শই এহেন রহস্যজনক বিষয় সামনে আসছে। যেগুলিকে অনুসন্ধানের মধ্য দিয়ে বিস্তারিত তথ্য জানার লক্ষ্যে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।সম্প্রতি ঠিক সেইরকম এক বিষয় সামনে এসেছে। মূলত, এবার এমন এক রহস্যময় বস্তু সমুদ্র থেকে পাওয়া গেছে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রের তলদেশে সোনালি রঙের একটি রহস্যময় ভাঙা ডিম পাওয়া গেছে। তবে, সেটি সত্যিই একটি ডিম নাকি অন্য কিছু সেটাও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়।এ প্রসঙ্গে ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আলাস্কায় সোনালি ডিমের মতো একটি জিনিস খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, এই সোনালি জিনিসটি ত্বকের টিস্যুর মতো নরম। বিশেষজ্ঞরা এটি আসলে কী তা স্পষ্টভাবে জানেন না। কিছু বিশেষজ্ঞ দাবি করেন যে, সেটি কোনও কিছুর ডিম। হয় সেটির ভেতর থেকে কিছু বেরিয়ে এসেছে বা সেটির ভেতরে কিছু প্রবেশ করার চেষ্টা করেছে। নিশ্চিত হতে চলছে তাদের গবেষণা।