বিলোনীয়ায় ওয়েস্ট প্রসেসিং সেন্টারের উদ্বোধন
শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋষ্যমুখ ব্লকের বাঁশপদুয়ায় নব নির্মিত টারসিয়ারী ওয়েস্ট প্রসেসিং সেন্টারের আনুষ্ঠানিক সূচনা হয়। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন আরবান প্রকল্পের অধীন মিনিস্ট্রি অফ হাউসিং আরবান অ্যাফেয়ার্স এর আর্থিক সহায়তায় এই ওয়েস্ট প্রসেসিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে।
এদিন সেন্টারের উদ্বোধন করেন ভারত সরকারপর হাউসিং এন্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের মন্ত্রী কৌশল কিশোর। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ সহ আরো অনেকে। এই প্রকল্পের মোট ব্যয় হয় এক কোটি উনপঞ্চাশ লক্ষ টাকা।