রাজনীতি নয়, অধিকার চাই রাজ্যে ফিরে বললেন প্রদ্যোত।

 রাজনীতি নয়, অধিকার চাই রাজ্যে ফিরে বললেন প্রদ্যোত।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মাত্র ক’দিন আগেই বিরোধী তিপ্রা মথাকে দু-টুকরো করে দিয়ে নতুন করে “তিপ্রাল্যাণ্ড স্টেট পার্টি’ নামে দলটিকে আরও একবার পুনরুজ্জীবিত করার ডাক দিয়েছিলেন জনজাতি নেতা শ্রীদাম দেববর্মা, দীনেশ দেববর্মা, চন্দন দেববর্মা সহ আরও অনেকে। শুক্রবার এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন তিপ্ৰা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ নাম না করে কার্যত অশিক্ষিত বলে ছাড়লেন তাদের। আরও বললেন, “আন এডুকেটেড লোক, দাদার সাথে বসার প্রয়োজন নেই।’প্রসঙ্গ এড়িয়ে বিরোধী দলের প্রাক্তন প্রধান বললেন, এটি কোনও জরুরি বিষয় নয়। জরুরি হচ্ছে আমরা কোনও ধরনের রাজনীতি চাই না। আমরা চাই আমাদের অধিকার। অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতির চেয়ে অধিক গুরুত্ব দিতে হবে লড়াই – আন্দোলনের দিকটিতে। তিপ্রাসা জনগোষ্ঠী সমবেতভাবে দিল্লীর দরবারে কড়া নাড়তে হবে।আরও বললেন, পৃথক পৃথকভাবে আওয়াজ তুললে কিছুই মিলবে না। রাজ্যে ফিরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকারান্তরে তিনি অবশ্য দলের আভ্যন্তরীণ অবস্থা সম্পর্কেও অল্পবিস্তর ইঙ্গিত দিয়ে দেন। বলেন, আগুন লাগিয়ে ব্যক্তিগতভাবে কিছু সুবিধা আদায় হতেই পারে তবে সামগ্রিক অর্থে নয়।রাজনীতির আঙ্গিনা থেকে গত বেশ কিছুদিন যাবৎই নিজেকে সামান্য আড়াল করে রেখেছিলেন প্রদ্যোত। সামাজিক মাধ্যমে এক আধটু পোস্ট ছাড়া তেমন কোনও প্রতিক্রিয়াই লক্ষ্য করা যায়নি তার। অবশেষে রাজ্যে ফিরে শুক্রবার বললেন, তিপ্পা মথা আসল নয়। আসন হচ্ছে তিপ্রাসাদের সার্বিক উন্নয়ন। আমরা চাই সাংবিধানিক অধিকার দিতে হবে তিপ্রাসাদের? যতদিন প্রাণ থাকবে ততোদিনই এই আন্দোলন চলতে থাকবে। যারা দল ছেড়ে ইতিমধ্যেই অন্য দল করতে শুরু করেছেন প্রকারান্তরে তাদের উদ্দেশে এদিন বললেন, বিরোধী রাজনৈতিক দলে থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করা অতোটা সহজ নয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.