ফের ময়দানে ১০৩২৩।
অনলাইন প্রতিনিধি :-এডভাইজারি কমিটির রিপোর্ট পেশ করে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়মুখী করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শনিবার রাজধানী আগরতলার অফিসলেন স্থিত শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল চাকুরিচ্যূত ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল।
পাশাপাশি তারা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ১০৩২৩ চাকুরীচ্যুতদের পক্ষ থেকে বহুবার চিঠি দেওয়া হলেও দেখা করার সুযোগ পাননি। তাই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা’র কাছে তাদের দেখা করার সুযোগ করে দেওয়ার আবেদন জানান তারা।