মানুষের সাথে থাকাই মূল লক্ষ্য সরকারের : মুখ্যমন্ত্রী।

 মানুষের সাথে থাকাই মূল লক্ষ্য সরকারের : মুখ্যমন্ত্রী।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিবসকে কেন্দ্র করে রাজ্যেও পক্ষকালব্যাপী সেবা কর্মসূচির সূচনা করেছে বিজেপি। সামাজিক কর্মসূচি, রক্তদান শিবির, সাফাই কর্মসূচি থেকে শুরু করে অজস্র অনুষ্ঠান হবে আগামী কয়েকদিনে।কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতিসহ শাসক দলের শীর্ষ নেতৃত্ব। পক্ষকালব্যাপী সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রবিবার নরসিংগড়স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল সিনিয়র সিটিজেন হোম, জুভেনাইল হোম, অনাথালয় ও দিব্যাঙ্গজন ছেলেমেয়েদের আবাস পরিদর্শন করেন।এ সমস্ত আবাস পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বৃদ্ধাশ্রমের আবাসিক, দিব্যাঙ্গজন ছেলেমেয়ে, জুভেনাইল হোমের কিশোর কিশোরী, অনাথ শিশুদের সাথে কথা বলেন ও তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী আবাসিকদের জীবনযাত্রা সম্পর্কেও অবগত হন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আবাসিকদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো মানুষের সাথে মানুষের পাশে থাকা।আজকের শুভদিনকে সামনে রেখেই তার এখানে আসা। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে ভারত আজ বিশ্বের কাছে মর্যাদা অর্জন করেছে। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রতিনিয়ত সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে। দেশ আজ পরিকাঠামোগত দিক থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের গত ৯ বছরে দেশ ও দেশবাসীর কল্যাণে অনেক বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা দেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে। পিএম বিশ্বকর্মা যোজনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের চিরাচরিত প্রথাগত শিল্পের বিকাশে প্রধানমন্ত্রী এই যোজনা চালু করেছেন। এই যোজনা দেশের গ্রামীণ ও শহর এলাকায় অর্থনৈতিক বিকাশে বলিষ্ঠ ভূমিকা নেবে। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন শহরের বিভিন্ন স্থানে সাফাই ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিজেপির মন্ত্রী নেতাগণও রাজ্যের বিভিন্ন প্রান্তে সেবা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.