আজব দেশ, মানুষের চেয়ে বাস বেশি ঘোড়ার।

 আজব দেশ, মানুষের চেয়ে বাস বেশি ঘোড়ার।
এই খবর শেয়ার করুন (Share this news)

চ্যাপ্টা নাকের মানুষ দেখলেই
বলা হয়, ‘মঙ্গোলয়েড’। অথচ
মঙ্গোলিয়া দেশটির সঙ্গে পরিচয় আছে খুব কম সংখ্যক মানুষের।পৃথিবীর একমাত্র দেশ। এ দেশে
মানুষের চেয়ে সংখ্যায় বেশি
ঘোড়া।সম্প্রতি এ দেশের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ভারতের প্রখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি শেয়ার করেছেন। সেখানেই এ দেশের আশ্চর্য সব উপকথা ধরা পড়েছে। চিনকে টপকে ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।ভারতের মতো বহু দেশে মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেখানে মঙ্গোলিয়া বিশ্বের
একমাত্র দেশ,যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দু’জন মানুষের বাস। তার মধ্যে, দেশে সাকুল্যে যত মানুষ বসবাস করেন, তার অর্ধেক থাকেন রাজধানী শহর উলানবাটারে।জনসংখ্যার নিরিখে তার পরেই রয়েছে উত্তরের ডারহান শহর।বাকি দেশের বহু অংশ মাইলের পর মাইল ফাঁকা।এ দেশের অন্যতম বৈচিত্র্য হল ঘোড়া। দেশে প্রায় ৪০ লক্ষ ঘোড়া রয়েছে। অর্থাৎ মানুষের থেকেও দেশে ঘোড়ার সংখ্যা বেশি। ইতিহাস বলে, মঙ্গোল সম্রাট চেঙ্গিস খানকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল এই দুর্ধর্ষ ঘোড়ার দল। ভারতের মধ্যে সবচেয়ে কম জনবহুল
রাজ্য সিকিম। সে রাজ্যে গড়ে প্রতি বর্গকিলোমিটারে মাত্র সাত জন মানুষ বাস করে। মঙ্গোলিয়া দেশটিতে সেখানে বাস করে মাত্র দু’জন। সম্প্রতি এই দেশে ঘুরতে এসেছিলেন ধ্রুব রাঠি। নিজের ভিডিয়োতে তিনি সেই দাবি করেছেন। ধ্রুবর ভিডিয়োতে দেখা গেছে, মাইলের পর মাইল বালিতে ঢাকা ধু ধু প্রান্তর। মাঝে মধ্যে নীল জলাশয়। তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে সবুজ।
গোটা মমঙ্গোলিয়া জুড়ে এই দৃশ্যই দেখা যায়। ১৫ লক্ষ ৬৪ হাজার ১১৬ বর্গ কিলোমিটার ভৌগোলিক এলাকা নিয়ে মঙ্গোলিয়া। পৃথিবীর ১৯তম বৃহত্তম দেশ। আলাস্কার থেকে সামান্য ছোট।২০২১ সালের জনগণনা অনুসারে মঙ্গোলিয়া মোট জনসংখ্যা মাত্র ৩১ লক্ষ ৯৮ হাজার ৯১৩। মোট জনসংখ্যার নিরিখে পৃথিবীতে ১৩৪তম স্থানে রয়েছে সে দেশ। মঙ্গোলিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দু’জন করে বাস করেন। জনঘনত্বের দিক থেকে পৃথিবীর সব দেশগুলির মধ্যে সবচেয়ে নীচে রয়েছে এই দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উচ্চতায় রয়েছে মঙ্গোলিয়া। ‘দেশের বেশিরভাগই ঊষর, চাষযোগ্য নয়। হয় বালিতে ঢাকা মরুভূমি, নয়তো দুর্গম। সে কারণে চাষবাস প্রায় হয় না বললেই চলে। এ দেশের লোকজন তাই সব্জি বা শস্যের বদলে খাওয়ার জন্য মাংস এবং দুগ্ধজাত খাবারেই বেশি ভরসা করেন। দেশের বেশির ভাগ নাগরিকের জীবিকাও পশুপালন। দুধ, দুগ্ধজাত খাবার, মাংস বিক্রি করে তাদের সংসার চলে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.