এবার অমরপুর মাতা মঙ্গলচণ্ডী মন্দিরে চুরি!!
অনলাইন প্রতিনিধি :এবার অমরপুরের ঐতিহ্যবাহী মাতা মঙ্গলচণ্ডী মন্দিরে হানা দিল নিশিকুটুম্বের দল। মন্দিরের প্রনামীর বাক্স ভেঙ্গে প্রনামীর অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। খবর পেয়ে চন্ডী বাড়িতে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছে বীরগঞ্জ থানার পুলিশ।
সোমবার বিশ্বকর্মা পূজার রাতে চোরের দল মাতা মঙ্গলচন্ডী মন্দির চত্বরের শিব মন্দিরের সামনে এবং মঙ্গল চন্ডী মন্দিরের সামনে থাকা দুটো প্রানামীর বাক্স ভেঙ্গে প্রানামীর অর্থ নিয়ে যায়। শুধু তাই নয় মন্দীরের পেছনে থাকা প্রসাদ বিতরণ রুমের দড়জার তালা ভেঙ্গে সিসি ক্যামেরা এবং ক্যামেরার মনিটর সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। মঙ্গলবার সকালে জৈনেক পূর্নার্থী মঙ্গল চন্ডী মন্দীরে প্রনাম করতে গিয়ে মন্দিরে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন। খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা উপস্থিত হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।