চিনের কাছে পরাজিত ভারত।
অনলাইন প্রতিনিধি :-যা হবার ছিল তাই হলো।এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল প্রথম ম্যাচেই আয়োজক দেশ চিনের কাছে হারলো। হাংঝাউতে অবস্থিত হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চিন ৫-১ গোলে হারিয়ে দিলো ভারতকে।ফুটবলার ছাড়া নিয়ে দেশ ক্লাব দ্বন্দ, ফেডারেশনের সঠিক পরিকল্পনার অভাব। জোরাতালি দিয়ে দল গড়ে ম্যাচ শুরুর একুশ ঘন্টা আগে চিন পৌঁছে যা হবার তাই হলো। চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫-১ গোলে পর্যুদস্ত হলো ব্লু টাইগার্স। অপেক্ষাকৃত শক্তিশালী চিনের বিরুদ্ধে সন্দেশ ঝিংঘান-রহিম আলিরা স্থানীয় সময় অনুযায়ী আগেরদিন রাত সাড়ে বারোটার কিছু সময় পর হাংঝাউয়ে পৌঁছায়।এ ধরনের হাইভোল্টেজ ম্যাচে নামার জন্য যে পরিমাণ বিশ্রাম প্রয়োজন তার কিছুই ভারতীয় দল পায়নি।ম্যাচের সতেরো মিনিটের মাথায় গোল হজম করেও প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফিরে মাঠ। ছাড়ে ভারত।কর্নার থেকে বল পেয়ে গাও টিয়ানি এগিয়ে দেন চিনকে।এর মধ্যেই দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার সুযোগ চিনের কাছে চলে আসে চব্বিশ মিনিটে। কিন্তু দুর্ধর্ষ দক্ষতায় চিনের অধিনায়ক ঝু চেঞির পেনাল্টি বাঁচিয়ে ভারতকে রক্ষা করেন গুরমিত।
প্রথমার্ধের অতিরিক্ত সময় ভারতকে সমতায় ফেরান রাহুল কেপি। ডানদিকের টাচলাইন সোলো রানে বরাবর চিনের ডিফেণ্ডারকে পাশে নিয়ে পোস্টের সামনে থেকে গোল করে যান কেবি। দ্বিতীয়ার্ধে ইগর স্টিমাচের ছেলেরা সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। বরং এই অর্ধে ফিটনেসের অভাব দ্বিতীয়ার্ধে ভারতকে খেলা থেকেই দুরে সরিয়ে দিলো, সঙ্গে ডিফেন্সের লাগাতার ভুল তো রয়েছেই। একান্ন মিনিটে ডাই উইজুনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চিন। দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পরেও একটা লড়াই ভারত চালাচ্ছিল। কিন্তু বাহাত্তর মিনিটে টাও কুইংলংয়ের গোলে খেলার ফল চিনের পক্ষে ৩-১ হওয়ার পর ধীরে ধীরে ভারতীয় দল ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে। এই গোলের তিন মিনিটের ব্যবধানে পঁচাত্তর মিনিটে চিনকে ৪-১ গোলের লিড এনে দেন টাও।এটি ছিল তার দ্বিতীয় গোল। ভারতের জালে পঞ্চমবার চিনের হয়ে বল জড়ান হাও ফাং।এই গোলটি অনেকটা রাহুল কেপির শোধ করা গোলের মতো।দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ৯০ + ২ মিনিটে ডানপ্রান্ত বরাবর দৌড়ে দ্বিতীয় পোস্টে বল রেখে ভারতের জালে পাঠাতে তা ভুল করেননি।