বিশ্ব বাঁশ দিবস উদযাপন!!
অনলাইন প্রতিনিধি :-বিশ্ব বাঁশ দিবস, বাঁশের অগণিত উপকারিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এর ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাঁশ, একটি দ্রুত বর্ধনশীল এক প্রকার ঘাস। এর শক্তি, নমনীয়তা এবং পরিবেশ-বন্ধুত্ব সহ এর ব্যতিক্রমী গুণাবলীর জন্য বিখ্যাত।
ত্রিপুরা রাজ্য বাঁশ
উৎপাদনে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। পাশাপাশি বাঁশ ভিত্তিক বিভিন্ন শিল্প নির্মাণেও বিশেষ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে পালিত হয় বিশ্ব বাঁশ দিবস। উদ্যোক্তা টি আর এল এম ও নাবার্ড। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিধায়িকা অন্তরা দেব সরকার। তাছাড়াও বেম্বো মিশনের আধিকারিকসহ
বাঁশ ভিত্তিক বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।