তারিখের পর তারিখ!!
অনলাইন প্রতিনিধি :-স্টাইপেন্ডের বদলে ছাত্র ছাত্রীদের মিলছে শুধু তারিখ। ডাবল ইঞ্জিন সরকারে গত পাঁচ ধরে এই পরিস্থিতি চলছে। ফলে বিপাকে পড়েছে সরকারি উদ্যোগে বি এড করা এস সি ক্যাটাগরির বহু ছাত্র-ছাত্রী। প্রায় ৯০% ছাত্রছাত্রীর কপালে এখনো স্টাইপেন্ড জুটেনি।
বহুবার গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরে এসে স্টাইপেন্ডের দাবিতে আধিকারিকদের সাথে কথা বললেও, শুধু তারিখ ছাড়া আর কিছুই মিলছে না। আর্থিক সংকটে জেরবার ছাত্র ছাত্রীরা শনিবার পুনরায় জনজাতি কল্যাণ দপ্তরে অধিকর্তার রুমের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু আজও তারিখ ছাড়া আর কিছুই মিলেনি।। সরকার সব জেনেও উদাসীন।।