প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!
গোলাঘাটি পেলো ৩৩ কে ভি বিদ্যুৎ সাবস্টেশন!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘ প্রতিক্ষার পর গোলাঘাটি পেলো ৩৩/১১ কে ভি বিদ্যুৎ সাব স্টেশন। মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি গোলাঘাটি ৩৩/১১ কেবি সাব স্টেশনের উদ্বোধন হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়েছিল এই সাব স্টেশনটির। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে পাওয়ার গ্রিড সংস্থা এই কাজ সম্পূর্ণ করেছে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,বিধায়ক মানব দেববর্মা,বিদ্যুৎ দপ্তরের এম ডি দেবাশীষ সরকার সহ অন্যান্যরা। সাব- স্টেশনের উদ্বোধন ঘিরে এলাকাবাসীর মধ্যে খুশীর হাওয়া পরিলক্ষিত হয়।