রাজ্যেও চাকরি মেলা!!
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার রাজ্যের কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় চাকরি মেলার।
ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই মেলা। শ্রম ভবনে আয়োজিত এই মেলায় ব্যক্তিগত মালিকানাধীন মোট ছটি কোম্পানি মেলায় অংশগ্রহণ করে।
এই মেলার মাধ্যমে ১৮৫ জন চাকরি প্রার্থী ওই ছয়টি কোম্পানিতে চাকরি পাবেন। লিখিত এবং মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়েছে।