নীতি’ র ট্যুইট ঘিরে গুঞ্জন!!
দৈনিক সংবাদ অনলাইনঃ মুখ্যমন্ত্রীর পদ থেকে স্বামী বিপ্লব কুমার দেবের আচমকা ইস্তফা দেয়ার পর চুপচাপই ছিলেন। দুই দিন আগে দিল্লি গেছেন। মঙ্গলবার তার এই ট্যুইট প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জায়ার এই ট্যুইট বেশ ইঙ্গিতপূর্ণ ও প্রেরণাদায়ক। যার বাংলা তর্জমা করলে হয়,” অনাকাঙ্খিত পরিনাম এবং সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ।
জীবনে কি পেয়েছো আর কি হারিয়েছো সেটা নিয়ে কখনো ভেবোনা। যেকোনও পরিস্থিতিতে আশা বেঁধে রেখো। কারণ অন্ধকার রাত সবসময়ই একটি নতুন দিনের নতুন সূর্যোদয়ের সাথে শেষ হয়ে যায়। আর কোনো ব্যক্তিই উদীয়মান সূর্যকে আটকাতে পারেনা।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পরিবর্তীত পরিস্থিতিতে স্বামী বিপ্লব দেবের উদ্দেশ্যই হয়ত সহধর্মিণীর এই অনুপ্রেরণা মূলক বার্তা। কিন্তু এই বার্তার মাধ্যমে তিনি আরও অনেকেই যে নিশানা করেছেন, তা আর বলার অপেক্ষা রাখেনা। নীতির এই টুইট ঘিরে ইতিমধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে।