নাগাল্যান্ডকে হারিয়ে জয় তুলল রাজ্যদল।

 নাগাল্যান্ডকে হারিয়ে জয় তুলল রাজ্যদল।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-হরিয়ানার কাছে বিশ্রী পরাজয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে রূপালী দাসরা জয়ের স্বাদ পেলো।মধ্যপ্রদেশের ইন্দোরের এসএস স্টেডিয়ামে অনুর্ধ্ব উনিশ জাতীয় জুনিয়র মহিলাদের একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে আজ ত্রিপুরার মেয়েরা দুর্বল নাগাল্যান্ডকে ষাট রানে হারিয়ে দেয়।অধিনায়িকা রূপালী দাস আজ হাফ সেঞ্চুরির একটি চমৎকার ব্যাটিং করে। মূলত তার ১৩৬ বলে অপরাজিত ৬৯ রানে ভর দিয়েই রাজ্য দলের ইনিংস ৪৭.৪ ওভারে ১৪৯ রানে পৌঁছে। এদিকে, ব্যাট হাতে যদি আজকের দিনটি রূপালী দাসের হয় তবে বল হাতে নিঃসন্দেহে সেরা রেশমী নোয়াতিয়া।মহিলাদের জাতীয় জুনিয়র ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট দখলের অনন্য গৌরব অর্জন করল রেশমী।পেসার রেশমীর দুর্ধর্ষ বোলিংয়ের সামনেই আজ নাগাল্যান্ডের লড়াই পঁয়ত্রিশ ওভারে মাত্র ৮৯ রানেই শেষ হয়ে যায়। আজ নাগাল্যান্ডকে হারালেও আগামী বারো অক্টোবর বাংলা ম্যাচেই বড় পরীক্ষা হবে রাজ্য দলের। এদিন প্রথম ব্যাট করতে নেমে রাজ্য দল ৪৭.৪ ওভার খেলে ১৪৯ রান তোলে।যার মধ্যে অধিনায়িকা রূপালী দাস ১৩৬ বলে ৬৯ রান করে। ছয়টি চার ছিল তার ইনিংসে। রূপালী ছাড়াও ভালো ব্যাটিং করে রিফু দেববর্মা (১৮) ও পায়েল নম:(১১)।অন্যরা ব্যাটে তেমন ভালো করতে পারেনি।১৫০ রানের টার্গেটকে সামনে রেখে নাগাল্যান্ড তাদের ইনিংস শুরু করে। কিন্তু ত্রিপুরার পেস বোলার রেশমী নোয়াতিয়ার আগুন ছোটানো বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় নাগাল্যান্ড। রেশমী মাত্র কুড়ি রান খরচ করে পাঁচ উইকেট তুলে দলের জয় নিশ্চিত করে দেয়।সঙ্গে রিফু দেববর্মা তেরো রানে দুই উইকেট ও বিজয়া ঘোষ ৯ রানে দুই উইকেট পায়।পাঁচ উইকেট পাওয়ায় রেশমী ম্যাচের সেরার পুরস্কার পায়। প্রসঙ্গত, নাগাল্যান্ডের পক্ষে চুঙ্গি মেলানা অপরাজিত পঁচিশ রান করে।নাগাল্যান্ডের লড়াই ৩৫ ওভারে ৮৯ রানে শেষ হয়ে যায়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.