চন্দ্রযান-৩ এর আদলে প্রান্তিক ক্লাবের পুজো প্যান্ডেল!!
অনলাইন প্রতিনিধি :-আর মাত্র কিছু দিনের অপেক্ষা। এর পরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে সামনে রেখে প্রতি বছরই দর্শনার্থীদের জন্য বিশেষ কোনো থিম নিয়ে উপস্থিত হয় ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাব।
এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবছর চন্দ্রযান-৩ এর আদলে গড়ে তোলা হচ্ছে প্রান্তিক ক্লাবের পুজো প্যান্ডেল। বিগত প্রায় ৩ মাস ধরে প্যান্ডেল তৈরির কাজ চলছে জোড় কদমে।
প্রায় ১০ লক্ষ টাকার বাজেট নিয়ে কাজ শুরু করেছে এই ক্লাব। পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের জন্য পুজো মন্ডপ উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের। এছাড়াও চন্দ্রযান-৩ গড়ে তোলার সঙ্গে যেসকল বিজ্ঞানীরা যুক্ত ছিলেন তাঁদের মধ্যে থেকে বিজ্ঞানী সুব্রত চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাবের তরফে।
ষষ্ঠীর দিন সন্ধ্যায় উনার হাত ধরেই মন্ডপ উদ্বোধন হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত।