একসাথে মা ও ছেলের মৃত্যু!!
অনলাইন প্রতিনিধি :- একসাথে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা কৈলাসহরে শোকের ছায়া। ঘটনা শুক্রবার কৈলাসহর পাইতুর বাজার পদ্মের পাড় এলাকায়। ওই এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষিকা মিরা দত্ত শুক্রবার ভোরবেলা নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানা থেকে মেঝেতে পড়ে যান। সাথে সাথে অসুস্থ মা কে নিয়ে পুত্র শান্তনু দত্ত জেলা হাসপাতালে ছুটে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মায়ের মৃত্যু হয়। ওই সময় ছেলে শান্তনু দত্ত কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলছিলেন। চিকিৎসকের সাথে কথাবার্তা বলার সময় আচমকা তিনি নিজেও হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসকের সমনেই ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্তন দত্তের। মৃত্যু কালে শান্তনু দত্তের বয়স হয়েছিল ৫৫ বছর। তার একটি কন্যা সন্তান রয়েছে। একসাথে মা ও ছেলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর এলাকার লোকেরা বাড়িতে এসে ভিড় জমায়। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকেরা। এদিকে,একসাথে স্ত্রী ও পুত্র কে হারিয়ে শোকে পাথর বৃদ্ধ স্বামী এবং পিতা খোকা দত্ত।