সেবাই আমাদের সংগঠন: মুখ্যমন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে রক্তস্বল্পতা দূরীকরণে রক্তদানের আহবান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সেই ডাকে সাড়া দিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ক্লাব-সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, রবিবার ত্রিপুরা প্রদেশের বিজেপি লিগ্যাল সেল এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: অশোক সিনহা।
এদিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, যা কিছুই দান করা হোক না কেন। রক্তদানের ওপর কিছু নেই। এছাড়াও তিনি বর্তমান সরকার সম্পর্কে বলতে গিয়ে বলেন, সেবাই আমাদের সংগঠন। আমরা সংগঠন করি সেবা করার জন্যই। আগে শুধুমাত্র মিছিল-মিটিং-শোভাযাত্রা এগুলোই ছিল, কিন্তু এই সরকার আসার পর থেকে শুধুমাত্র সেবার মানসিকতা নিয়ে কাজ করে চলেছে এই সরকার।