আইজলে যাওয়ার পথে আগরতলায় রাহুল গান্ধী!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি:-সোমবার বেলা ১০ টা ১৬ মিনিটে রাহুল গান্ধীকে নিয়ে চার্টার্ড বিমান আগরতলা এম বি বি বিমানবন্দরে অবতরন করে। তারপর রাহুল টার্মিনাল ভবনের ভিআইপি লাউঞ্জে এসে বসেন। এখানে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, দিবাচন্দ্র রাংখল, বাপটু চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ । ৮ থেকে ১০ মিনিট রাজ্য কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এরপর লাউঞ্জ থেকে বেরিয়ে কপ্টারে বেলা ১০ টা ৫৫ মিনিটে আইজলের উদ্দেশ্য আকাশে উড়েন। রাহুলকে নিয়ে আসা চার্টার্ড বিমানটি পুনরায় খালি আসন নিয়ে দিল্লি উড়ে যায়। বিমান বন্দর সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী কংগ্রেসের দলীয় কর্মসূচিতে আইজলে দু-তিন দিন থাকবেন। আগামী ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাকে সামনে রেখে সোমবার ১৬ ই অক্টোবর মিজোরামের চানমারি থেকে ট্রেজারি স্কোয়ার পর্যন্ত ভারত জোড় যাত্রায় অংশ নেবেন।