অস্তিত্বহীন প্রশাসন!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে উৎসবের মধ্যে চরম দুর্ভোগ!! রাস্তার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে জনতার বিক্ষোভ!! অপরদিকে, সরকার ও প্রশাসন “সব ভালো চলছে” প্রচারে ব্যস্ত! ঘটনা বৃহস্পতিবার গন্ডাছড়ায়। এই বিক্ষোভের কারণে গন্ডাছড়া -আমবাসা,গন্ডাছড়া -অমরপুর সড়কে যানবাহন চলাচল মারাত্মক ভাবে বিঘ্নিত হয়। এতে দুর্ভোগ চরমে উঠে।
অস্তিত্বহীন প্রশাসনের কোনও হেলদোল ও ভূমিকা নেই।বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমার দূর্গাপুজোর শেষ হাট বার। সাধারণ জনগন এই হাট বারে বিভিন্ন সামগ্রী বিক্রি করে পুজোর কেনাকাটি করে থাকেন। কিন্তু এই বিক্ষোভের কারণে কেউ বাজারেই আসতে পারেনি। এতে জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের দাবী মহকুমার ভগীরথ পাড়া, ওয়ানাসা, দলপতি পাড়া ইত্যাদি সড়কে যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে।