বিলোনিয়ায় দশেরায় রাবণ বধ!!

 বিলোনিয়ায় দশেরায় রাবণ বধ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-লাখো মানুষের ভীড়ে প্রতি বছরের ন্যায় এবছরও বিলোনীয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে বিজয়া দশমীতে বিলোনীয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের স্টেডিয়ামে দশেরা উদযাপন করা হয়। রাবন দহনের মাধ্যমে এই পরম্পরাগত ঐতিহ্য পালন করা হয়। বিজয়া দশমী মানেই মন ভার করা দিন ।

মাকে বিদায় জানানোর দিন। তবে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির আহবান হিসেবেও এই দিনে দশেরা পালন করা হয় রাবন দহনের মধ্য দিয়ে। প্রতিবছরই বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত হয়ে আসছে বিজয়াদশমী। শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থার দুর্গা প্রতিমা এদিন জড়ো করা হয় স্কুল মাঠে। বসে মেলা। বিকেল থেকেই মহকুমার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ জড়ো হন বিদ্যাপীঠ স্কুল মাঠে। দশকের পর দশক ধরে বিদ্যাপীঠ স্কুল মাঠে এই আয়োজন চলে আসছে। যাকে ঘিরে শিশু থেকে বয়স্ক, সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

রাত যত বাড়তে থাকে আনন্দের মাত্রাও পাল্লা দিয়ে বাড়তে থাকে। শেষে একে একে শুরু হয় প্রতিমা বিসর্জ্জনের পালা। রাতভর চলে বিসর্জন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.