প্রয়াত নেতার বাড়িতে প্রতিমা!!
অনলাইন প্রতিনিধি :-ধর্মনগরে প্রয়াত বিজেপি নেতা তথা দলের উত্তরজেলা সাধারণ সম্পাদক সুমিতের দে’র বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলা থেকে শুক্রবার সকালে রেলপে করে তিনি ধর্মনগরে আসেন।
স্টেশন থেকে তিনি প্রয়াত সুমিত দের বাড়িতে যান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল নাথ, দলের উত্তর জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, জেলার সহ-সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, বাগবাসা মণ্ডল সভাপতি সুদীপ দেব সহ অন্যরা। প্রয়াতের মা, স্ত্রী ও পুত্রের সাথে একান্তে কথা বলেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। জানা গেছে,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিধায়ক যাদব লাল নাথ প্রয়াতের পরিবারের হাতে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রয়াতের পুত্রের লেখা পড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।