রান ফর আয়ুর্বেদা!!
অনলাইন প্রতিনিধি :-২০১৬ সালে, ভারত সরকারের আয়ুষ মন্ত্রক,ধন্বন্তরীর জন্মদিনটিকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসাবে ঘোষণা করে।আগামী দশই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে রাজ্য আয়ুস মিশনের উদ্যোগে রবিবার “রান ফর আয়ুর্বেদা” অনুষ্ঠিত হয়।
এদিন সচেতনতা মূলক শোভাযাত্রাটি আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর ডি কে চাকমা সহ অন্যান্যরা।