শ্রীনগর কালীবাড়িতে দুঃসাহসিক চুরি!!
অনলাইন প্রতিনিধি :-রবিবার রাতে বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়িতে হানা দেয় চোর!! মায়ের স্বর্ণালংকার সহ চারটি প্রণামী বাক্স ভেঙ্গে প্রচুর টাকা নিয়ে যায়। মন্দিরের পুরোহিতের অভিযোগ ,প্রায় সময়ই পাশের বট গাছের নিচে কিছু যুবক বাজে আসর বসায়। পুলিশকে জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয় না। আগেও একবার এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিলো।
পুনরায় চুরির ঘটনা ঘটে রবিবার রাতে। এখন দেখার বিষয় পুলিশ চোরকে পাকড়াও করতে সমর্থ্য হয় কিনা। প্রসঙ্গত, কিছুদিন পূর্বেও সূর্যমনি নগর কালীবাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। যার কোন কিনারা এখনও করতে পারেনি পুলিশ।