তিন দিনেই ডাল ও তৈলবীজের দাম পাবেন কৃষকরা, ঘোষণা উত্তরপ্রদেশে।।
নিবন্ধীকৃত কৃষকরা সরকারি সংগ্রহ কেন্দ্রে নিজেদের ফলানো ডাল ও তৈলবীজ বিক্রি করলে তিন দিনের মধ্যেই সেই ফসলের দাম পেয়ে যাবেন,এমনটাই জানিয়েছেন এক সরকারি মুখপাত্র।নিয়ম অনুযায়ী, ন্যূনতম সহায়ক মূল্যে এই ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা।সরকারি ওই মুখপাত্র বলেন, “নিজেদের নাম অনলাইনে নথিভুক্ত করার জন্য সরকারের তরফে কৃষকদের বলা হয়েছে। কৃষকরা যদি তাদের ফলানো ডাল ও তৈলবীজ সরকারের কাছে ন্যূনতম সহায়ক মূল্যে বিক্রি করে তাহলে বিক্রি করার পরে তিনটি কর্মদিবসের মধ্যে তাদের ওই ফসলের মূল্য দিয়ে দেবে সরকার।’এই মুখপাত্র আরও জানিয়েছেন,সংশ্লিষ্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযুক্ত থাকতে হবে এবং ব্যাঙ্ক ও আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরও নথিভুক্ত করতে হবে তাদের। অক্টোবর মাস থেকেই নিবন্ধীকৃত কৃষকদের কাছ থেকে ডাল ও তৈলবীজ কিনতে শুরু করেছে রাজ্য সরকার এবং প্রোকিওরমেন্টের কাজ ২০২৪ সালের জানুয়ারী মাস পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে।প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলেই ডাল ও তৈলবীজের চাষ হয়ে থাকে। কিন্তু এর চাহিদা অনুযায়ী জোগান অনেকটাই কম ছিল। তারপর থেকে দুই শস্যের ফলন বাড়াতে একাধিক পদক্ষেপ নেয় রাজ্য সরকার।