গাঁজা পাচারে শিশুদের ব্যবহার!!!
অনলাইন প্রতিনিধি :-দেখুন কান্ড!! গাঁজা পাচারে শিশুদের পর্যন্ত ব্যাবহার করা হচ্ছে!! এমনই ঘটনা সামনে এলো সোমবার।
গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ স্হানীয় আইএসবিটি থেকে সাত জন মহিলাকে আটক করে। তাদের শরীর গোপন জায়গা থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
তাদের সাথে থাকা শিশুদেরও এই অপকর্মে ব্যবহার করা হয়। এদের প্রত্যেকের বাড়ি বিহারে।