সমবায় কি? অনেকে সেটাই জানেনা!!
অনলাইন প্রতিনিধি :-সমবায় কি? অনেকে সেটাই জানেনা। সমবায় সম্পর্কে অনেকের ধারনাই দুর্বল। আগে শুধু কথা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যখন সমবা মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন, তখন থেকে মানুষ জানতে পারছে, সমবায় কি? সমবায়ের মাধ্যমে কি কি কাজ হয় ? কিভাবে হয়?এই সবই এখন মানুষ জানতে পারছে, বুঝতে পারছে।
সমবায়ের মাধ্যমে কিভাবে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা যায়, সেটা এখন অনুভব করতে পারছে মানুষ। জনগন এখন আগের চাইতে অনেক বেশি উৎসাহিত হচ্ছে। সমবায়ের সাথে যুক্ত হচ্ছে। এতে করে সমবায়ের প্রকৃত উদ্দেশ্য সফল হচ্ছে। রাজ্য সরকারও সেই দিশাতে কাজ করছে।
মঙ্গলবার আগরতলা টাউন হলে আয়োজিত ৭০ তম সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা গুলি বলেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য সমবায় মন্ত্রী শুক্লাচরণ নেয়াতিয়া, মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে।