স্বাস্থ্য কেন্দ্রে সবজির গুদাম!!
অনলাইন প্রতিনিধি :-সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, রাতে হয়ে যায় সবজির গুদাম এবং নাইট শেল্টার!! এমন আজব ঘটনা আগরতলা শহরের বুকে চলছে দীর্ঘদিন ধরে। বিষয়টি বুধবার এলাকার জনগণের নজরে আসে।
আগরতলা কলেজটিলা উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে প্রতিরাতে বেশ কয়েকজন লোক সবজি নিয়ে ঘুমাচ্ছে। এদিন এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। প্রশ্ন হচ্ছে, এরা কারা? রাতে উপ স্বাস্হ্য কেন্দ্রের চাবি তাদের কাছে কিভাবে আসে?