জাতীয় স্কুল জুডো ব্রোঞ্জ অরূপমের!!
অনলাইন প্রতিনিধি :-জম্মুতে আয়োজিত সাতষট্টিতম জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব চৌদ্দ জুডো আসরে ব্রোঞ্জপদক জিতলো রাজ্যের অরূপম চাকমা। ত্রিশ কেজি ওয়েট ক্যাটাগরিতে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলোয়াড় অরূপম এই পদক জিতেছে আজ । বুধবার থেকে জম্মুতে শুরু হয়েছে জাতীয় স্কুল জুডোর এই আসর।অনুর্ধ্ব চৌদ্দ বিভাগের এই আসরে রাজ্য থেকে ছেলে ও মেয়ে দুই বিভাগে মোট চৌদ্দজনের টিম পাঠিয়েছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড।চৌদ্দজনের এই টিমে পাঁচজন রয়েছে। বাধারঘাট ও পানিসাগর স্পোর্টস স্কুলের।আসরের দ্বিতীয়দিনে চমকপ্রদ পারফর্ম করে ব্রোঞ্জরূপে রাজ্যকে প্রথম পদক এনে দিয়েছে এ দিন অরূপম।আগামী উনিশ নভেম্বর পর্যন্ত চলবে এই কম্পিটিশন। আগামীকালও রাজ্যের বেশ কয়েকজন জুডোকার কম্পিটিশনে নামবে। জাতীয় এই আসর থেকে আরও কয়েকটি পদক আসতে পারে বলে আশা করছেন রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকর্তারা।এদিকে, সামনে জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব চৌদ্দ অ্যাথলেটিক্স ও অনূর্ধ্ব সতেরো ব্যাডমিন্টন আসরে টিম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড। আগামী ১৬-২০ ডিসেম্বর উত্তরপ্রদেশে অ্যাথলেটিক্স ও ১৭-২১ ডিসেম্বর গুজরাটে ব্যাডমিন্টন আসর হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যভিত্তিক আসরের মধ্য দিয়ে ব্যাডমিন্টন টিম গঠন করা হয়েছে। অন্যদিকে, থ্রি আইডেন্টিফাই গেমসের মধ্য দিয়ে অ্যাথলেটিক্সে টিম গঠন করা হয়েছে।