খারাপ আবহাওয়ায় বিপর্যস্ত বিমান পরিষেবা!!
অনলাইন প্রতিনিধি :-নিন্মচাপের ফলে খারাপ আবহাওয়ায় বিপর্যস্ত রাজ্যের বিমান পরিষেবা! শুক্রবার রাত থেকে আগরতলার আকাশে প্রচুর মেঘ ও একনাগারে বৃষ্টি সাথে ঝড়ো হাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে একাধিক বিমান আগরতলা এম বি বি বিমানবন্দরে অবতরন করতে পারেনি। একাধিক বিমান এদিন আগরতলার আকাশে এসে কয়েকবার চক্কর কেটে অবতরন করাতে না পেরে, পুনরায় ফিরে গেছে।জানাগেছে, আগরতলা এমবিবি বিমানবন্দরে অত্যাধুনিক আই এল এস সিস্টেমও বন্ধ। এই সিস্টেম দুর্যোগপূর্ন আবহাওয়ায় বিমান অবতারণে পাইলটকে সহায়তা করে। ফলে এদিন দিল্লি থেকে আসা ইন্ডিগোর বিমান আগরতলায় নামতে না পেরে কলকাতায় ফিরে গেছে।গোহাটি থেকে আসা ইন্ডিগোর অন্য একটি বিমান আগরতলায় নামতে না পেরে কলকাতায় ফেরত গেছে। কোলকাতা থেকে আরও একটি ইন্ডিগোর বিমান আগরতলা এসে নামতে না পেরে আবার কলকাতায় ফিরে গেছে।শুধু তাই নয়, গুয়াহাটি থেকে আসা আকাশার একটি বিমানও আগরতলার আকাশে চক্কর কেটে নামার চেষ্টা করেও নামতে পারেনি। তবে এয়ার ইন্ডিয়ার একটি বিমান খারাপ আবহাওয়া সত্বেও পাইলট বিমান অবতরণে সফল হয়েছেন এবং দুপুর দেড়টায় আবার কোলকাতা ফিরে গেছেন।