মিধিলি’র দাপটে ইটভাটায় ব্যাপক ক্ষতি!!
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া দুর্যোগের কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন ইট ভাট্টার মালিকরা।অনবরত বৃষ্টিপাতের ফলে ইটভাট্টা গুলির খুবই করুন অবস্থা। ইট ভাট্টা গুলিতে শ্রমিকদের হাতে তৈরি হাজার হাজার ইটের স্টেক বৃষ্টির জলে ধ্বসে গেছে।ভাট্টা গুলিতে প্রচুর পরিমাণে কাঁচা ইট তৈরি করা হয়ে ছিল পোড়ানোর লক্ষ্যে। কিন্তু আচমকা অসময়ে অকাল বৃষ্টির জল জমে ইট ভাট্টা গুলির একেবারে লন্ডভন্ড অবস্থা। মাথায় হাত,ভাট্টার শ্রমিক ও মালিকদের।অমরপুর মহকুমায় সবগুলি ইট ভাট্টার একই চিত্র।